আগে বেঁচে থাকা, এরপর ক্রিকেটঃ আশরাফুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাস প্রকোপের কারণে সবধরনের ক্রিকেটীয় আসর স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একাত্মতা প্রকাশ করেছেন দেশের ক্রিকেটের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।
কয়েকদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড মাঠে গড়ালেও আসরের বাকি অংশ স্থগিত করেছে আয়োজকরা। এমনকি কর্মীদেরও বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে বিসিবি।

এই প্রসঙ্গে আশরাফুল ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'এটা তো পুরো বিশ্বেই। সবকিছুর আগের আসলে বেঁচে থাকা। বেঁচেই যদি না থাকি তাহলে ক্রিকেট খেলা দিয়ে কী হবে? সবার আগে নিজের জীবন। সেফটি ফার্স্ট।'
বিসিবি ছাড়াও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেট নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সব ধরনের ক্রিকেট স্থগিত করার ঘোষণা দেয়।
শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট নয়, করোনাভাইরাসের প্রভাব পড়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওপরেও। পিছিয়ে দেয়া হয়েছে আইপিএল, এছাড়া সেমিফাইনাল হওয়ার আগেই স্থগিত করা হয়েছে পিএসএল।
ভক্ত ও দেশবাসিকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন প্রিমিয়ার লিগের এবারের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা আশরাফুল।