promotional_ad

আয়ারল্যান্ডের কোর্টে বল ঠেলে দিল বিসিবি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী মে মাসেে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। বেলফাস্টে ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ডের মাটিতে চারটি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের।


মরণঘাতী করোনাভাইরাসের কারণে সিরিজ দুটি পড়ে গেছে হুমকির মুখে। কারণ আগামী ২৮ মে পর্যন্ত সবধরনের ক্রিকেট নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটিও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। 



promotional_ad

এক্ষেত্রে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বল ঠেলে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) কোর্টে। যেহেতু সিরিজ দুটির আয়োজক দেশ আয়ারল্যান্ড তাই তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে বিসিবি।


বোর্ডের পক্ষ থেকে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এমনটাই নিশ্চিত করেছেন। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।


এই প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, 'আয়ারল্যান্ড সিরিজের ব্যাপারে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নেবে। তাদের জন্য সফর আয়োজন করা কতোটুকু সম্ভব হবে এটা তারাই বুঝবে। এই ব্যাপারে আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের সাথে আমরা যোগাযোগ করছি। আয়ারল্যান্ড এই ব্যাপারে তাদের অবস্থান আমাদের কাছে জানাবে।' 



এর আগে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয় বাংলাদেশের পাকিস্তান সফর। আগামী মাসে একটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলতে তৃতীয় দফায় পাকিস্তান সফরের কথা ছিল বাংলাদেশের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball