ক্রিকেটের চেয়ে জীবন বড়ঃ পেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে বন্ধ সব ধরণের ক্রিকেট। জীবন যেখানে হুমকির মুখে, সেখানে ক্রিকেটকে পিছিয়েই রাখছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। তাঁর মতে জীবনের চেয়ে ক্রিকেট বড় নয়।
যদিও ক্রিকেটারদের জন্য সময়টাকে খুব কঠিন বলেই মনে করেন তিনি। পেইনের বিশ্বাস সময়টা ক্রিকেট বা একটা শিরোপা জেতার চেয়ে অনেক বড়। করোনার বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পেইন বলেছেন, ‘ক্রিকেটারদের জন্য অবশ্যই সময়টা খুব কঠিন। তবে আমি মনে করি এখন সময়টা ক্রিকেট থেকে দূরে থাকারই। তবে এই সময়ে প্রচুর খেলা হয়, বিভিন্ন টুর্নামেন্টের শিরোপা-নির্ধারণী ম্যাচ হয়, ক্রিকেটারদের লক্ষ্য থাকে এগুলো জেতা। কিন্তু এখন যে সময়টা এসেছে, সেটি ক্রিকেট বা একটা শিরোপা জেতার চেয়েও অনেক বড়। করোনার এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড গুরুত্বের সঙ্গে নিতে হবে।’
করোনার প্রকোপে এখন পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে ইতোমধ্যে মারা গেছে ৮ হাজার মানুষ। এমন ভয়াবহতার পরও দ্রুতই নিরাপদ সময় আসবে বলে বিশ্বাস পেইনের।
এই অজি অধিনায়ক বলেছেন, ‘আশা করি খুব শিগগিরই আমরা সবাই ক্রিকেট ফিরতে পারব। কিন্তু আপাতত আমরা সবাই নিজেদের যত্ন নিই। অন্যের দিকেও মনোযোগ দিই। চলুন দুঃসময়টা আমরা সবাই মিলেমিশে একে অন্যকে সাহায্য করে পার করে দিই।’