promotional_ad

সাকিবের কাছ থেকে সাহস নিতে চান তামিম

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর উত্তরসূরি হিসেবে নির্বাচন করা হয়েছে তামিম ইকবালকে। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং হাবিবুল বাশারকে অনুসরণ করতে চান তামিম।


দৈনিক প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার। সতীর্থ সাকিবের কাছ থেকে তিনি সাহটা নিতে চাইবেন। তামিম মনে করেন সাকিব অধিনায়ক হিসেবে মাঠে কোনো সিদ্ধান্ত নিতে ভয় করেন না।



promotional_ad

এ প্রসঙ্গে তামিম বলেন, 'সাকিব মাঠের মধ্যে খুব ভালো অধিনায়ক। সে মাঠে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পায় না। ওর সাহসটা নিতে চাইব। মুশফিক দলকে নেতৃত্ব দেয় উদাহরণ সৃষ্টি করে। অধিনায়ক পারফর্ম করলে কিন্তু তার কাজ ৩০-৪০ ভাগ সহজ হয়ে যায়।'


মুশফিক অধিনায়ক হয়ে কখনও অফ ফর্মে যাননি। এই জিনিসটি অনুপ্রাণিত করছে তামিমকে। তাঁর বিশ্বাস মুশফিক যে কারো জন্য আদর্শ হতে পারেন।


এ ছাড়া হাবিবুল বাশারের অধীনেই তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। নিজের প্রথম অধিনায়কের কাছ থেকে পাওয়া শিক্ষাও কাজে লাগাতে চান তামিম।



তামিম বলেন, 'মুশফিক অধিনায়ক হিসেবে সবসময় ভালো খেলেছে। যে কারো জন্য আদর্শ হতে পারে মুশফিক। আমি আশা করি ওর মতো কিছুটা হলেও করবো। হাবিবুল বাশার সবসময় ফাদার ফিগার ছিলেন। যখন দলে এসেছিলাম, তখন দলে বড় ভাই ছিলেন। সব কিছুর জন্য তার কাছে যেতাম। সবার কাছ থেকে কিছু না কিছু নিব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball