টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত সব টুর্নামেন্ট এবার নিলাম পদ্ধতিতে বন্টন করা হবে। এই আট বছরে আয়োজন করা হবে দুটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করায় এবার আর সেদিকে ঝুঁকছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে অন্তত দশটি ভেন্যু লাগে। সেই অবকাঠামো নেই বিসিবির।

তাই এবার তাদের আগ্রহের কেন্দ্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, তারা ইতোমধ্যে বিড প্রক্রিয়ায় আবেদন করেছেন। তাদের লক্ষ্য বড় দুটি টুর্নামেন্টের আয়োজক হওয়া।
দৈনিক সমকালের সঙ্গে আলাপকালে তিনি বলেন, '‘আমরা চেষ্টা করবো দুটি বড় ইভেন্ট পেতে। আমরা ওয়ানডে বিশ্বকাপের দিকে ঝুঁকব না। কারণ ওয়ানডে বিশ্বকাপ করতে হলে অন্তত ১০টি ভেন্যু লাগে। ওই পরিমাণ অবকাঠামো আমাদের নেই।’
২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত সবগুলো টুর্নামেন্টের খসড়া তৈরি করেছে আইসিসি। এই আট বছরে নারী, পুরুষ এবং অনূর্ধ্ব-১৯ দলের মোট ২৮টি টুর্নামেন্ট হবে। এর মধ্যে ছেলেদের আটটি, মেয়েদের আটটি এবং অনূর্ধ্ব-১৯ ছেলে ও মেয়েদের আটটি টুর্নামেন্ট হবে।