promotional_ad

করোনায় সতর্কতা অবলম্বন করতে বললেন মিরাজ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


 


করোনার প্রভাবে বাংলাদেশে বন্ধ রয়েছে সকল প্রকার ক্রিকেট ম্যাচ। ম্যাচ না থাকায় খেলোয়াড়দের খুব একটা উপস্থিতি দেখা যায়নি মিরপুরের হোম অফ ক্রিকেটে। সবাই করোনা আতঙ্কে বুঁদ হয়ে রয়েছে।


কিন্তু সেই আতঙ্ক ছাপিয়ে মাঠে ঠিকই আ??লেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার মেহেদি হাসান মিরাজ। খেলা বন্ধ থাকলেও নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে।



promotional_ad

আতঙ্ক পরোয়া করে অনুশীলনে আসলেও ছিলেন তিনি বেশ সতর্ক। তিনি বলেন, 'না আসলে মাঠ আসতেছি সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। একটা মানুষের সাথে দেখা হলে তো আমাদের স্বাভাবিক আচরণ যেটা হ্যান্ডশেক করা জড়িয়ে ধরা, হয়তো এই জিনিসটা এখন হচ্ছে না কম হচ্ছে।'


মিরাজ আরও বলেন, 'আমরা তো বাঙালি, আবেগের জায়গা থেকে আমরা জড়িয়ে ধরি হাত হ্যান্ডশেক করি। কিন্তু তারপরও আমি মনে করি যে যতটুকু নিরাপদে থাকা যায়। যতটুকু একটু দূরে থেকে পারা যায়। এটা হয়তো খুব তাড়াতাড়ি আল্লাহ রহম করবে। কারণ সবাই দোয়া করছে আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে।'


সেই সঙ্গে দেশের জনগনকে সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানান জাতীয় দলের এই ক্রিকেটার।


মিরাজ বলেন, 'আমি সবচেয়ে যে মেসেজটা দিতে চাই সবসময় পাক-পবিত্র থাকাটা খুব জরুরি। যেটা বললেন যে থুতু ফালানো এটা কিন্তু পাক-পবিত্র মধ্যে পড়ে। সব সময় হাত ধোয়ার ভেতরে থাকাটা ভালো। যেমন ঘন্টায় ঘন্টায় বা বাসায় থাকলে বা বাইরে থেকে আসলে হাত ধোয়াটা। হাত ধোয়ার বিভিন্ন যেসব নিয়ম আছে এই নিয়মগুলো মানাটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো উপায় হল যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনার আর কিছু লাগবে না আমার মনে হয়। পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়বে তাহলে পাঁচ বার হাত ধোয়া হবে অটোমেটিক তখন আল্লাহর রহমত হবে।'



করোনাভাইরাসের সংক্রামণের কারণে একের পর এক সিরিজ স্থগিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফরও স্থগিত হয়ে গেছে। ফলে দীর্ঘদিন ক্রিকেট খরায় পড়তে পারে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball