পেছাবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ!

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাবে একের পর এক বাতিল হচ্ছে ক্রিকেটের সিরিজ। সেই সাথে বাতিল হচ্ছে টুর্নামেন্টও। রোগের সংক্রমণ এতোটাই প্রবল যে বন্ধ রাখা হয়েছে দেশ বিদেশের ক্রীড়া প্রতিযোগিতাও।
এমনই এক অবস্থায় যুগান্তকারী সিদ্ধান্ত এলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তরফ থেকে। ঘোষণা এলো যথাসময়েই অনুষ্ঠিত হবে আসন্ন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়, 'বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে আয়োজকেরা সাম্প্রতিক পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে। এ প্রক্রিয়া জারি থাকবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার সাতটি শহরে অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। আশা করা হচ্ছে, নির্ধারিত সূচি মেনেই এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে।'
এদিকে একই সুর ফুটে উঠেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টসের এক বার্তায়। বোর্ডের ওয়েবসাইটে তিনি এক বিবৃতিতে জানান, 'আশা রাখি, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে সব খেলা ফের শুরু হবে। আমরা কেউই এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামলাতে হবে, সে ব্যাপারে বিশেষজ্ঞ নই। আশা করা যায়, আসন্ন অক্টোবর-নভেম্বরে যখন পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।'
সেই সঙ্গে তিনি আশাবাদী করোনার প্রভাব খুব শীঘ্রই কেটে যাবে এবং ফাইনালের দিন দর্শকে পরিপূর্ণ থাকবে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। রবার্টসন যোগ করেন, ' আশা করছি, ১৫ নভেম্বর এমসিজিতে ফাইনালের দিন স্টেডিয়াম ভরে যাবে দর্শকে।'
সম্প্রতি করোনার প্রভাবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকায় বন্ধ হয়ে গিয়েছে সকল ধরণের ক্রিকেট খেলা। বাতিল হয়েছে গোটা কয়েক সিরিজও। পিছিয়ে গেলেও শুরু হওয়াটা এখনও অনিশ্চিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর।
এমন অবস্থায় আইসিসির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে ক্রিকেটপ্রেমীদের মনে। এখন দেখার বিষয় কতোটা সময় থাকে এই স্বস্তির প্রভাব।