ফের বর্ণবাদী আচরণের শিকার আর্চার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর থেকেই বেশ কয়েকবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন জফরা আর্চার। আবারও এই ইংলিশ পেসার বর্ণবাদীদের তোপের মুখে পড়েছেন।
এমন কিছু বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেন আর্চার। সদ্য ইনজুরি কাটিয়ে ফেরা এই পেসার মনে করেন এগুলোর এখনই সমাধান হয়া উচিত।

এ প্রসঙ্গে আর্চার বলেছেন, 'আমি বুঝি না, মানুষ কীভাবে আরেক জন মানুষকে এগুলো বলে। এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেক ভেবেছি।'
'আশা করি, অন্য কাউকে নিয়মিতভাবে এমন কিছু আর সামলাতে হবে না। এটা কখনই গ্রহণযোগ্য নয় এবং আমার মতে, এই সমস্যার সমাধান করা উচিত,' যোগ করেছেন আর্চার।
গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি। সেবারও বর্ণবাদীদের এমন সমালোচনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি।