promotional_ad

লাল বলে মুমিনুলদের দায়িত্ব নিচ্ছেন সঞ্জয় বাঙ্গার?

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগেই লাল বলের ব্যাটিং উপদেষ্টা পেতে পারেন মুমিনুল হক-তামিম ইকবালরা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সে জন্য যোগাযোগ করেছে ভারতের সঞ্জয় বাঙ্গারসহ আরও কয়েকজনের সঙ্গে। বাকিদের থেকে বাঙ্গার অবশ্য একটু এগিয়ে আছেন। তবে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, কথা চললেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নিশ্চিত হয়নি।



promotional_ad

নিজামউদ্দীন ক্রিকফ্রেঞ্জিকে বলেন, `বাঙ্গারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু নিশ্চিত হয়নি। এছাড়া আরও কয়েকজনের সঙ্গেও কথাবার্তা চলছে।'


আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাওয়াতে বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজনীয়তা এখন নিজেরাই অনুভব করছে বিসিবি। কারণ সাদা বলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি লাল বলে টাইগারদের সঙ্গে কাজ করতে আগ্রহী নন।


২০১৫-১৯ পর্যন্ত পাঁচ বছর ভারতীয় দলের ব্যাটিং এবং সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে বাঙ্গারের। ভারতের হয়ে ১২ টেস্ট এবং ১৫ ওয়ানডে খেলেছেন সাবেক এই অলরাউন্ডার।



২০১৬-র জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। তবে মাত্র ১১০ দিনের জন্য তাঁকে পেতে পারেন মুমিনুলবাহিনী। দায়িত্ব পেলে ২০২০-এর জুন থেকে ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করতে পারেন এই ভারতীয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball