কর্মীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দিল বিসিসিআই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস সংক্রামণের কারণে ভারতের আন্তর্জাতিক এবং ঘরোয়া সব ধরণের খেলা স্থগিত করা হয়েছে। এবার কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার থেকে বিসিসিআইয়ের এই পরামর্শ কার্যকর হবে।

সেই কর্মকর্তা বলেছেন, 'বিসিসিআইয়ের কর্মচারীদের আজ বলা হয়েছে যে করোনাভাইরাসের বিস্তারের কারণে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সদর দফতর একরকম বন্ধই থাকবে। সব কর্মীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তার পরও কেউ যদি অফিসে আসতে চায়, তাহলে আসতে পারে।'
করোনা ভাইরাসের প্রকোপের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা ১৭ দিন পিছিয়ে দেয়া হয়েছে। দলগুলো তাদের প্রাক মৌসুম ক্যাম্পও স্থগিত করেছে। এর ফলে স্থবির হয়ে পড়েছে ভারতের ক্রিকেট।
এ ছাড়া বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) তাদের আঞ্চলিক ক্যাম্পগুলোও বন্ধ করে দিয়েছে। সোমবার (১৬ মার্চ) সর্বশেষ তারা নিজেদের কার্যক্রম চালিয়েছে।