হেলসের শরীরে করোনার উপসর্গ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে এসেছেন অ্যালেক্স হেলস। এবার তাঁর শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের আয়োজকরা।
এর আগে একজন ক্রিকেটারের করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় সেমি ফাইনাল শুরুর ঘণ্টা দুয়েক আগে টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করা হয়। যদিও টুর্নামেন্টে ধারাভাষ্যের দায়িত্বে থাকা রমিজ রাজা জানিয়েছেন, সেই ক্রিকেটারের নাম হেলস।

এই ইংলিশ ব্যাটসম্যান নিজেও স্বীকার করে নিয়েছেন, তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ আছে। এ কারণে নিজেকে অন্যদের কাছ থেকে আলাদা করে রেখেছেন বলেও জানিয়েছেন হেলস। যদিও পরীক্ষা নিরীক্ষার পরই জানা যাবে তাঁর শরীরে করোনার উপস্থিতি আছে কিনা।
এই ইংলিশ ক্রিকেটার এক টুইট বার্তায় বলেন ‘শনিবার ভোরে যখন যুক্তরাজ্যে ফিরলাম আমি পুরো সুস্থ ছিলাম। সে সময়ে আমার শরীরে ভাইরাসটির কোনো উপসর্গই ছিল না। যা হোক, রোববার সকালে আমার ঘুম ভাঙে জ্বর নিয়ে। এরপরই সরকারি পরামর্শ অনুযায়ী নিজেকে আলাদা করে রেখেছি। এরপর আমার খুসখুসে কাশিও হচ্ছে। এই মুহূর্তে আমার পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে আশা করছি দিনের শেষভাগে পরীক্ষা করাতে পারব। এরপরই আমার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে পারব।’
এর আগে রমিজ রাজা হেলসের করোনাভাইরাসের উপসর্গ জানিয়ে টুইট বার্তায় বলেন,, ‘হেলসকে নিয়ে সর্বশেষ খবর হলো তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। যদিও তাঁর কোনো করোনাপরীক্ষা করা হয়নি। আমি নিজেও করোনা-পরীক্ষার জন্য তৈরি।’
পিএসএলের এবারের আসরে করাচি কিংসের হয়ে দুর্দান্ত খেলছিলেন হেলস। টুর্নামেন্টিটিতে ৫৯ গড়ে ২৩৯ রান করেছিলেন তিনি। যদিও করোনার উপসর্গ দেখা দেয়ার পরই স্বদেশি জেসন রয়, জেমস ভিন্স আর টাইমাল মিলসের সঙ্গে দেশে ফিরে যান তিনি।