দ্রুত মাঠে ফিরতে চান সৌম্য

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের বিস্তারের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করা হয়েছে। এই অচলাবস্থা কাটিয়ে দ্রুতই মাঠে ফিরতে চান সৌম্য সরকার।
অবশ্য বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। সৌম্যর বিশ্বাস দ্রুতই এই পরিস্থিতি বদলে যাবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা খেলোয়াড় হিসেবে মাঠে থাকতে চাই, ফিরতে চাই। যেহেতু একটা ভাইরাসের জন্য এ সিদ্ধান্ত নেওয়া, তো ভালো অবশ্যই। তো যত দ্রুত এ জিনিস রিকাভার হবে, আমরা মাঠে নামতে পারবো। এটাই।'
মাঠের খেলা বন্ধ থাকলেও থেমে নেই ক্রিকেটারদের অনুশীলন। সৌম্য নিজেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এখন ??িনি সুস্থ থাকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। খেলা মাঠে ফেরার আগ পর্যন্ত সৌম্যর লক্ষ্য ফিটনেস নিয়ে কাজ করা।
সৌম্যর ভাষ্য, 'মাত্র একদিন গেল। কালকেই তো খেললাম। যে একটা রাউন্ড স্থগিত করা হয়েছে, এটা অবশ্যই সবার ভালোর জন্য। আশা করি দেশের মানুষ সুস্থ থাকবেন, আমরাও সুস্থ থাকি। সুস্থ থাকাটাই মুখ্য। সুস্থ থাকলে সামনে অনেক খেলা পাব। এর মধ্যে ফিটনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকব।'