টেস্ট ভাবনা নেই ম??ন আলীর
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কিছুদিন ধরেই টেস্ট ক্রিকেটের বাইরে আছেন মঈন আলী। টেস্ট ক্রিকেটে ফর্ম ভালো যাচ্ছিলো না ইংল্যান্ডের এই অলরাউন্ডারের। এ কারণে লাল বলের ক্রিকেট থেকে বিরতি দেন তিনি। বর্তমানে ইংল্যান্ডের রঙিন পোশাকের ম্যাচসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়ানো এই ক্রিকেটারের আপাতত লাল বলের ক্রিকেটে ফেরার ইচ্ছে নেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালের আগষ্টে শেষ টেস্ট খেলেন মঈন। আপাতত টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার আভাস দিলেন ইংল্যান্ডের এ ব্যাটিং অলরাউন্ডার।

টেস্ট ক্রিকেট থেকে তার এই বিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সত্যিই টেস্ট ক্রিকেট থেকে বিরতি উপভোগ করছি এবং সাদা বলের ক্রিকেটে পুরোপুরি মনোনিবেশ করতে পেরে ভাল লাগছে।’
তিনি আরও বলেন, ‘সাদা বল থেকে বিরতিতে আসাটা আমার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে এবং আমি মনে করি টেস্টে আমি একটু বেশিই কঠোর পরিশ্রম করে ফেলেছি।’
টি-টোয়েন্টিতে আরও ভালোভাবে মনোনিবেশ করে শক্তভাবে টেস্ট ক্রিকেটে ফিরে আসতে চান ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। তার এমন সিদ্ধান্তের সাথে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড এবং দলটির টেস্ট অধিনায়ক জো রুট একমত পোষণ করেন বলে জানিয়েছেন মঈন।