খেলাঘরের বিপক্ষে মাশরাফি-আশরাফুলদের বড় জয়

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুল-মাশরাফি বিন মুর্তজার শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৭৬ রান করে শেখ জামাল। জবাবে খেলাঘর করে ৫০ ওভারে নয় উইকেটে ২২১ রান।
দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন জহুরুল ইসলাম। শেষদিকে মাসুম খান করেন ৩২ রান। এছাড়া ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাটে আসে ২৯ রান।
শেখ জামালের হয়ে দুটি করে উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ, মোহাম্মদ ইলিয়াস ও সালাউদ্দিন শাকিল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা শেখ জামালের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে ব্যর্থ হন মোহাম্মদ আশরাফুল। মাত্র তিন রান করে ইরফান হোসেনের বলে ফিরে যান তিনি।
এরপর ৮৬ রানের জুটি গড়েন সৈকত আলি ও সোহরাওয়ার্দী শুভ। সৈকত ফিরে যান ৮৩ রানে। ২৫ রানে থাকা সোহরাওয়ার্দীকে বিদায় করেন খালেদ আহমেদ।
১১৬ রানের মধ্যে তিন উইকেট হারায় শেখ জামাল। এরপর হাল ধরেন নাসির হোসেন ও অধিনায়ক নুরুল হাসান সোহান। এই দুজন দলের রানের খাতায় যোগ করেন ৯৬ রান।
নাসির ফিরে যান ৫৬ রান করে। ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কার মার। হাফ সেঞ্চুরি তুলে নেন সোহানও। খালেদের বলে বোল্ড হয়ে ফেরার আগে তিনি করেন ৫৮ রান। ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।
শেষদিকে দুই ছক্কায় ২১ বলে ২৪ রান করেন জিয়াউর রহমান। মাশরাফি বিন মুর্তজার ব্যাটে আসে এক রান।
খেলাঘরের হয়ে চারটি উইকেট নেন ইরফান হোসেন। দুটি করে উইকেট নেন খালেদ ও মাসুম খান।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ ২৭৬/৯ (৫০ ওভার)
(সৈকত ৮৩, সোহান ৫৮, নাসির ৫৬; ইরফান ৪/৪৩)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ ২২১/৯ (৫০ ওভার)
(জহুরুল ৫১, ইমতিয়াজ ২৯; সোহরাওয়ার্দী ২/২৬)