পাকিস্তানের সিদ্ধান্তে বিসিবির সম্মতি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ফলে একের পর এক সিরিজ-টুর্নামেন্ট বাতিল হয়ে যাচ্ছে। এবার বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিরিজ স্থগিতের সিদ্ধান্তটি পাকিস্তানের। তারা কেবল সেই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

তিনি বলেন, 'বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আমরা শুরু থেকেই বলে আসছি পাকিস্তানের সিদ্ধান্ত এটা। পাকিস্তান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কিভাবে সফরটা নিয়ে কাজ করা যায়। সেন্সিবল এপ্রোচ ছিল আমরা কোনো ভাবে সিরিজটি সুবিধাজনক সময়ে আয়োজন করতে পারি কিনা। এটা নিয়ে আমাদের কথা হচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে সিরিজটি স্থগিত করার আমরা সেটাতে সম্মতি দিয়েছি।'
সিরিজটি পুরোপুরি বাতিল করা হয়নি বলে জানিয়েছেন নিজামউদ্দিন। ভবিষ্যত সূচি দেখে ফাঁকা সময়ে এই সিরিজের বাকি ম্যাচগুলো আলোচনা করা হবে। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'এটা দুই বোর্ডের এফটিপি দেখে যে সময়টা ফ্রি পাওয়া যাবে, সেই সময়টাকে বেছে নিতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই এই মুহূর্তে।'
জানুয়ারিতে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ, ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তৃতীয় দফায় পাকিস্তান সফরে করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। এর মধ্যে ৩ এপ্রিল একমাত্র ওয়ানদে এবং ৫-৯ এপ্রিল টেস্ট ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের।