promotional_ad

বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তৃতীয় দফায় আপাতত পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। মরণব্যাধি করোনাভাইরাসের কারণে সফরটি স্থগিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মলিত সিদ্ধান্ত এটি (পিসিবি)।


তৃতীয় ধাপে এক ওয়ানডে ও এক টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিল বাংলাদেশের। করাচীতে পহেলা এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ওয়ানডে। ৫-৯ এপ্রিল ছিল দ্বিতীয় এবং শেষ টেস্ট। 



promotional_ad

২৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তানের ওয়ানডে কাপ। পিসিবি সেটিও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। 


পিসিবি জানিয়েছে দুই বোর্ড ভবিষ্যতে আলোচনা করে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজনের জন্য সুযোগ খুঁজবে। ফেব্রুয়ারির ৭-১০ তারিখে ১ম টেস্টে রাওয়ালপিন্ডিতে খেলেছিল দুই দল। সেই ম্যাচে ইনিংস ও ৪৪ রানে হেরেছিল বাংলাদেশ।


করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বন্ধ করা হয়েছে। স্থগিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ, শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজও। পিছিয়ে নেয়া হয়েছে আইপিএল, ভারতের ঘরোয়া লিগ।



পাকিস্তানে পিএসএল চললেও তা চলছে দর্শকশুন্য স্টেডিয়ামে। ইতোমধ্যে বিদেশী ক্রিকেটাররা পিএসএল ছেড়ে দেশে ফিরে গেছেন। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডে স্থগিত হয়েছে ঘরোয়া টুর্নামেন্ট।


পুরো বিশ্বের সব ক্রিকেট ইভেন্ট বন্ধ হলেও বাংলাদেশের ঘরোয়া লিগ এখনও চলছে। রবিবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে যকোনো সময়ে বঙ্গবন্ধু ডিপিএল স্থগিত হবার ঘোষণা আসতে পারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball