promotional_ad

বিসিসিআইয়ের সিদ্ধান্ত মেনে নিলেন মাঞ্জরেকার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ধারাভাষ্য প্যানেল থেকে সঞ্জয় মাঞ্জরেকারকে বাদ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের ক্রিকেটের এই অভিভাবক সংস্থার সিদ্ধান্ত মেনে নিয়েছেন এই ধারাভাষ্যকার।


পেশাদারিত্বের জায়গা থেকে বোর্ডের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল মাঞ্জরেকার। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, যারা তাঁকে চাকরি দিয়েছে তাঁদের উপরই নির্ভর করে তাঁকে রাখবে কিনা। এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।



promotional_ad

মাঞ্জরেকার বলেন, ‘ধারাভাষ্যকে সব সময় একটা দারুণ অর্জন হিসেবে দেখেছি, কিন্তু কখনও অধিকার বলে মনে করিনি। আমাকে যারা চাকরি দিয়েছে তাদের ওপরই নির্ভর করে তারা আমাকে রাখবে কি রাখবে না। আমি সব সময় তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’


শুক্রবার বিসিসিআইয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই মাঞ্জরেকারকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) তাঁকে ধারাভাষ্যে দেখা যেতে না পারে।


মাঞ্জরেকার বুঝে গেছেন বিসিসআই তাঁর কাজে সন্তুষ্ট নয়। এই বিষয়টি স্বীকার করে নিয়ে সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘হয়তো সম্প্রতি আমার কাজে বিসিসিআই খুশি নয়। আমি একজন পেশাদার হিসেবে সেটা মেনে নিচ্ছি।’



১৯৯৬ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন মাঞ্জরেকার। এরপর ধারাভাষ্যকেই পেশা হিশেবে বেঁছে নেন সাবেক এই ব্যাটসম্যান। ধারাভাষ্যে থেকেও বিভিন্ন সময় বাজে মন্তব্য করে সমালোচনায় জড়িয়েছেন তিনি, যা ভালো ভাবে নেয়নি বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball