promotional_ad

৭ বছর পর একসঙ্গে মাঠে নামছেন আশরাফুল-মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে মাঠে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার শেখ জামালকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।


যদিও দলটিতে মাশরাফি বিন মুর্তজা এবং মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটাররা আছেন। তারপরও সোহানের উপর ভরসা রেখেছে ধানমন্ডির এই ক্লাবটি। এই ম্যাচ দিয়েই দীর্ঘ ৭ বছর পর একই দলের হয়ে মাঠে নামছেন আশরাফুল এবং মাশরাফি।


এর আগে ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে সবশেষ এক দলে খেলেছিলেন তারা। বিকেএসপির চার নম্বর মাঠে খেলঘরের বিপক্ষে লড়বে শেখ জামাল। খেলাঘরের অধিনায়ক হিসেবে আছেন জহুরুল ইসলাম অমি।



promotional_ad

দিনের আরেক ম্যাচে ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।


নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে মোহামেডান অধিনায়ক বলেছেন, 'প্রত্যাশার ব্যাতিক্রম কখনোই হয় না। সবারই একই প্রত্যশা থাকে। আমাদেরও তাই যে আমরা জয় দিয়েই শুরু করতে চাই। আসল প্রত্যাশাই এটা, তেমন আর কিছু নেই। যেহেতু আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করবো খেলার আমাদের টার্গেটই থাকবে ওইটা। পুরো লিগ নিয়ে কোনো প্ল্যান নেই এখনও পর্যন্ত।'


শাইনপুকুরের নেতৃত্বে থাকবেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তৌহিদ হৃদয়। শাইনপুকুর এবার তারুণ্য নির্ভর দল গড়েছে। দলটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম এবং হাসান মুরাদ।


দিনের তৃতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবারের আসরে প্রাইম ব্যাংককে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই দল লড়বে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।



ঢাকা লিগে এবার নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন তামিম। এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রাইম ব্যাংক যেহেতু আমাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে, চেষ্টা করব আমি যেন সব ভালোভাবে করতে পারি। আমার নিজেরও একটু অভিজ্ঞতা হলো। আমি এটার জন্য মুখিয়ে আছি। কী হয় দেখব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball