ক্রাইস্টচার্চ বিভীষিকা ভুলে যেতে চান মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৯ সালের ১৫ মার্চ সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। সেই হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দলের সঙ্গে সেদিন ক্রাইস্টচার্চে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এক বছর পরও এই ঘটনার কথা মনে করলে গা শিউড়ে উঠে বাংলাদেশের এই ব্যাটসম্যানের। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, এই ঘটনা আর মনে করতে চান না তিনি।

মাহমুদউল্লাহ বলেছেন, 'আজকে আমি সকাল বেলা ওঠার পর জিনিসটা মনে পড়ে। প্রকৃতপক্ষে এটা হয়তো কখনোই ভুলতে পারবোনা কিন্তু যতটুক ভুলে থাকা যায়। কারণ এই অভিজ্ঞতা আমি চাই কারও যেন নাহয়, কারও সাথে না ঘটে। অবশ্যই অনাকাঙ্খিত ছিল জিনিসটা। আমি আশা করি আমরা সবাই ভুলে গিয়ে সামনে এগোতে পারি।'
এক বছর আগে ঠিক এই দিনে ক্রাইস্টচার্চে এক সন্ত্রাসী জুমার নামাজের সময় মসজিদে গুলি করে হত্যা করেছিল অনেক ধর্মপ্রাণ মুসলিমকে। সেই মসজিতেই নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
মসজিদে ঢোকার আগেই এক নারী তামিম-মাহমুদউল্লাহদের সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন মসজিদে গোলাগুলি হচ্ছে। এর ফলে ভাগ্যক্রমেই সেদিন বেঁচে গিয়েছিলেন বাংলাদেশের প্রাণ ভোমরারা।