promotional_ad

মাহমুদউল্লাহর চোখে তামিমই যোগ্য

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর উত্তরসূরি হিসেবে তামিম ইকবালকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়ার জন্য তামিমই যোগ্য ব্যক্তি।


অধিনায়কত্ব তামিমের জন্য অবশ্য নতুন কিছু নয়। ইংল্যান্ড বিশ্বকাপের পর গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ???ই ওপেনার। কারণ সিরিজে চোটের কারণে খেলতে পারেননি মাশরাফি।


নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭-তে মুশফিকুর রহিমের চোটের কারণে একটি টেস্টেও অধিনায়কত্ব করেছেন তামিম। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে দেশ সেরা এই ওপেনারের।



promotional_ad

অধিনায়কত্ব পাওয়ার আগের সিরিজে ফর্মে ফিরেছেন তামিম। এর আগের কয়েক সিরিজে নিজেকে মেলে ধরতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি। বাঁহাতি এই ওপেনারের ভালো ফর্মও আশাবাদী করে তুলছে মাহমুদউল্লাহকে।


রবিবার মিরপুরের একাডেমি মাঠে গাজি গ্রুপ ক্রিকেটার্সের অনুশীলন শেষে মাহমুদউল্লাহ বলেন, `তামিম আমার মনে হয় যোগ্য ব্যক্তি। সে এই মুহূর্তে অনেক ভালো ফর্মে আছে।'


`ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়ার জন্য সেই যোগ্য। অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা আছে ওর পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ।'


অধিনায়কত্ব পাওয়ার পর শনিবার প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তামিম। জাতীয় দলের অধিনায়ক হিসবে দল পরিচালনা করতে এবং নিজের পারফরম্যান্সের মধ্যে সামঞ্জস্যতা আনতে কিছুটা সময় চেয়েছেন তিনি।



ঠিক ভাবে দায়িত্ব পালন করতে না পারলে নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানালেন এই ওপেনার। এ প্রসঙ্গে তামিম বলেছেন ‘আমি আপাতত এটাই সবাইকে বলতে পারি, আমার এ ক্ষেত্রে একটু ধৈর্য রাখেন। নিজের ব্যাটিংয়ে এক সিরিজ, দুই সিরিজ বা ৫টা ব্যর্থতা—এটা হতেই পারে। আশা করি হবে না। অধৈর্য হব না, আপনারাও হবেন না।'


'দর্শকদেরও একই অনুরোধ করব। চেষ্টা করব যেন, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর যদি কোনো কারণে কোনো সময়—সেটা ৬ মাস হোক বা ১ বছর, আমার যদি মনে হয় আমি দলের সঙ্গে সুবিচার করছি না, তাহলে আমিই হব প্রথমজন যে সরে দাঁড়ানোর কথা বলবে। আমিই সবার আগে হাত তুলে বলব “সরি”।’ আরও যোগ করেন ওয়ানডে অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball