promotional_ad

তাইবুরের সেঞ্চুরির কাছে হার মানল জুনায়েদের ৯৭

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে টান টান উত্তেজনার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে আট রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তাইবুর রহমানের সেঞ্চুরিতে ব্রাদার্সের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৩৮ রান করে প্রাইম দোলেশ্বর। জবাবে ৪৯.৪ ওভারে ২৩০ রানে অলআউট হয় ব্রাদার্স। ম্যাচ জমিয়ে তোলেন ব্রাদার্সের ওপেনার জুনায়েদ সিদ্দিকী


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম দোলেশ্বরের। ৫২ রানে তিন উইকেট হারানো দলটি ১৫৪ রানের মধ্যে ছয়টি উইকেট হারায়।


মোহাম্মদ ইমরানুজ্জামান (৩৪), মার্শাল আইয়ুবরা (২৬) কেউই ইনিংস বড় করতে পারেননি। সপ্তম উইকেট জুটিতে এনামুল হক জুনিয়রের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তাইবুর।



promotional_ad

শেষপর্যন্ত উইকেটে থেকে ৯৪ বলে ১১০ রান করেন তিনি। ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কার মার। ব্রাদার্সের বোলারদের মধ্যে সাকলাইন সজীব নেন দুটি উইকেট।


মাঝারি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানের মধ্যে দুই উইকেট হারায় ব্রাদার্স। এরপর ৯২ রানের জুটি গড়েন তুষার ইমরান এবং জুনায়েদ সিদ্দিকী।


তুষার ফিরে যান ৫১ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স। একাই লড়াই চালাতে থাকেন জুনায়েদ। তবে দল জেতাতে পারেননি তিনি। তাঁর ব্যাটে আসে ৯৭ রান। শেষদিকে ৩১ রান করে জুনায়েদকে সঙ্গ দেন রাহাতুল ফেরদৌস।


দোলেশ্বরের হয়ে চার উইকেট নেন রেজাউর রহমান। দুটি উইকেট নেন মোহাম্মদ শরিফুল্লাহ।



সংক্ষিপ্ত স্কোরঃ
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ২৩৮/৭ (৫০ ওভার)
(তাইবুর ১১০*, ইমরানুজ্জামান ৩৪; সজীব ২/২৭)
ব্রাদার্স ইউনিয়নঃ ২৩০/১০ (৪৯.৪ ওভার)
(জুনায়েদ ৯৭, তুষার ৫১; রেজাউর ৪/৩৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball