promotional_ad

শেষ কবে সেঞ্চুরি করেছিলেন মনে নেই মুশফিকের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনে আবাহনীকে দারুণ এক সেঞ্চুরি করে জিতিয়েছেন মুশফিকুর রহিম। এদিন ১২৪ বলে ১১ চার ও ৪ ছক্কায় তিনি ১২৭ রান করেছেন।


লিস্ট 'এ' ক্রিকেটে এটি মুশফিকের দ্বাদশ সেঞ্চুরি। ঢাকা লিগে সর্বশেষ কবে মুশফিক সেঞ্চুরি করেছেন সেটা তাঁর নিজেরই মনে নেই। পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় ঢাকা লিগে মুশফিকের শেষ সেঞ্চুরিটি ছিল ৩ বছর আগে।



promotional_ad

এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'তিন বছর পর নাকি? গত বছর তো খেলিনি। অবশ্যই ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে বাংলাদেশের সবচাইতে বড় ঘরোয়া ক্রিকেট লিগের আসর ঢাকা প্রিমিয়ার লিগ। এখানে শুরুটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর যেটা বললেন সেটা আসলে মাথায় ছিল না। ভালো লাগছে।'


২০১৭ সালে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। অধিনায়ক হিসেবে খেলেছিলেন ১৩৪ রানের ইনিংস। এবার ঢাকা লিগে প্রথম ম্যাচেই বাজিমাৎ করলেন তিনি। মুশফিক জানিয়েছেন, এবার প্রথম ম্যাচ খেলতে নেমে কিছুটা চিন্তিত ছিলেন তিনি।


মুশফিক বলেছেন, 'সবমিলিয়ে প্রথম ম্যাচ ছিল দলের। সবাই একটু নার্ভাস ছিল, এটাই স্বাভাবিক। কারণ চ্যাম্পিয়ন দল হিসেবে আপনার চাপ সবসময় থাকবেই। আপনি যতোই বড় কিংবা ছোট দল বলেন, জেতার জন্যই আবাহনী সবসময় খেলে। দিন শেষে দল জিতেছে, আলহামদুলিল্লাহ।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball