শেষ কবে সেঞ্চুরি করেছিলেন মনে নেই মুশফিকের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনে আবাহনীকে দারুণ এক সেঞ্চুরি করে জিতিয়েছেন মুশফিকুর রহিম। এদিন ১২৪ বলে ১১ চার ও ৪ ছক্কায় তিনি ১২৭ রান করেছেন।
লিস্ট 'এ' ক্রিকেটে এটি মুশফিকের দ্বাদশ সেঞ্চুরি। ঢাকা লিগে সর্বশেষ কবে মুশফিক সেঞ্চুরি করেছেন সেটা তাঁর নিজেরই মনে নেই। পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় ঢাকা লিগে মুশফিকের শেষ সেঞ্চুরিটি ছিল ৩ বছর আগে।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'তিন বছর পর নাকি? গত বছর তো খেলিনি। অবশ্যই ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে বাংলাদেশের সবচাইতে বড় ঘরোয়া ক্রিকেট লিগের আসর ঢাকা প্রিমিয়ার লিগ। এখানে শুরুটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর যেটা বললেন সেটা আসলে মাথায় ছিল না। ভালো লাগছে।'
২০১৭ সালে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। অধিনায়ক হিসেবে খেলেছিলেন ১৩৪ রানের ইনিংস। এবার ঢাকা লিগে প্রথম ম্যাচেই বাজিমাৎ করলেন তিনি। মুশফিক জানিয়েছেন, এবার প্রথম ম্যাচ খেলতে নেমে কিছুটা চিন্তিত ছিলেন তিনি।
মুশফিক বলেছেন, 'সবমিলিয়ে প্রথম ম্যাচ ছিল দলের। সবাই একটু নার্ভাস ছিল, এটাই স্বাভাবিক। কারণ চ্যাম্পিয়ন দল হিসেবে আপনার চাপ সবসময় থাকবেই। আপনি যতোই বড় কিংবা ছোট দল বলেন, জেতার জন্যই আবাহনী সবসময় খেলে। দিন শেষে দল জিতেছে, আলহামদুলিল্লাহ।'