জয় দিয়ে ঢাকা লিগ শুরু আবাহনীর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জয় দিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মিশন শুরু করলো আবাহনী। উদ্বোধনী দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮১ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। ২৯০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা পারটেক্স এদিন গুটিয়ে যায় মাত্র ২০৮ রানে।
২৯০ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ২০ রান যোগ করতেই দুই ওপেনার হাসানুজ্জামান এবং আব্বাস মুসা আলভিকে হারিয়ে বসে পারটেক্স। প্রথম বিভাগ ক্রিকেট থেকে উঠে আসা দলটির দুই ওপেনারকে বিদায় করেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং মেহেদি হাসান রানা।
তৃতীয় উইকেটে সায়েম আলম রিজভি এবং অধিনায়ক তাসামুল হক মিলে হাল ধরেন।দলীয় ৫২ রানে রিজভিকে ফেরান মোসাদ্দেক হোসেন সৈকত। খানিক পর মঈন খান ফেরেন আরাফাত সানির শিকার হয়ে। ৬৭ রানে ৪ উইকেট হারানো দলটিকে ১০০'র ওপর নিয়ে যান তাসামুল এবং ধিমান ঘোষ।

হাফ সেঞ্চুরির কাছে গিয়ে ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নেন তাসামুল। আমিনুল ইসলাম বিপ্লবের প্রথম শিকার হয়ে ফেরেন তিনি। ৩৬ রানে ধিমান দলীয় ১৫৯ রানে ফিরলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় পারটেক্স।
নিচের সারির ব্যাটসম্যানরা আসা যাওয়ার মাঝে থাকলেও নাজমুল হোসেন মিলন তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে মিলন শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। নবম ব্যাটসম্যান হিসেবে রানার বলে ফেরার আগে করেছেন ৫৩। শেষ ব্যাটসম্যান হিসেবে ইনিংসের ৪৯তম ওভারে জয়নালকে বিদায় করেন এই পেসার। ৪ উইকেট নেন রানা।
দিনের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়কের ১২৭ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেটে ২৮৯ রানের পুঁজি পায় বর্তমান চ্যাম্পিয়নরা। মোসাদ্দেক হোসেন ৬১ এবং সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ১৫ বলে ৩৯ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
আবাহনীঃ ২৮৯/৭ (৫০ ওভার) (মোসাদ্দেক ৬১, মুশফিক ১২৭) (জয়নাল ৩/২৮)
পারটেক্সঃ ২০৮ অল আউট (৪৮.৪ ওভার) (মিলন ৫৩) (রানা ৪/৫৫)