মোহামেডানকে দুর্বল দল বলতে নারাজ রাজ্জাক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলের) এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দেবেন আব্দুর রাজ্জাক। সোমবার (১৬ মার্চ) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে মোহামেডান।
আগের আসরগুলোর তুলনায় এবার কিছুটা কম শক্তিশালী দল গড়েছে মোহামেডান। তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি এবং আবু হায়দার রনি ছাড়া জাতীয় দলের কোনো তারকা নেই দলটিতে।

যদিও নিজের দলকে দুর্বল বলতে নারাজ রাজ্জাক। তাঁর মতে, খেলা শুরু হওয়ার পরই বোঝা যাবে কোন দল শক্তিশালী আর কোন দল দুর্বল। এজন্য খেলার ফলাফলের অপেক্ষা করতে বলেছেন এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।
এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, 'আর আপনি যেটা বললেন যে, মোহামেডান দল তুলনামূলক দুর্বল, আমি তাঁর সাথে একমত হতে পারছি না। কারণ এখনও খেলাই শুরু হয়নি। খেলা শুরু না হলে বলবেন কি করে? খেলার ফলাফলের উপর নির্ভর করে বলবেন শক্তিশালী বা দুর্বল দল। আর কাগজে কলমের কথা যদি বলেন, সেটা ভিন্ন ব্যাপার। আমি ওটাতে বিশ্বাসীও না, কথাও বলতে চাই না।'
এবারের ঢাকা লিগে কোনো দলকেই দুর্বল প্রতিপক্ষ বলতে চান না রাজ্জাক। এই ভিজ্ঞ স্পিনারের ক্রিকেট দর্শন বলছে, ক্রিকেটে কখনই কোনো প্রতিপক্ষকে ছোটো করে দেখতে নেই। কারণ মুহূর্তেই অনেক কিছু ঘটে যেতে পারে।
রাজ্জাক বলেন, 'এবারের প্রিমিয়ার লিগে আসলে কোনো দলকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে নেবার কোনো সুযোগই নেই। বিশেষ করে ক্রিকেটে কখনোই আপনি আপনার প্রতিপক্ষকে দুর্বল হিসেবে নিতে পারেন না কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে যেই কোনো কিছু ঘটতে পারে। এবং এটা শুধু মুখে বলার জন্য কিছু না, এটা আসলেই ঘটে, অতীতেও দেখা গেছে এমন।'