promotional_ad

মোহামেডানকে দুর্বল দল বলতে নারাজ রাজ্জাক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলের) এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দেবেন আব্দুর রাজ্জাক। সোমবার (১৬ মার্চ) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে মোহামেডান।


আগের আসরগুলোর তুলনায় এবার কিছুটা কম শক্তিশালী দল গড়েছে মোহামেডান। তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি এবং আবু হায়দার রনি ছাড়া জাতীয় দলের কোনো তারকা নেই দলটিতে।



promotional_ad

যদিও নিজের দলকে দুর্বল বলতে নারাজ রাজ্জাক। তাঁর মতে, খেলা শুরু হওয়ার পরই বোঝা যাবে কোন দল শক্তিশালী আর কোন দল দুর্বল। এজন্য খেলার ফলাফলের অপেক্ষা করতে বলেছেন এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।


এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, 'আর আপনি যেটা বললেন যে, মোহামেডান দল তুলনামূলক দুর্বল, আমি তাঁর সাথে একমত হতে পারছি না। কারণ এখনও খেলাই শুরু হয়নি। খেলা শুরু না হলে বলবেন কি করে? খেলার ফলাফলের উপর নির্ভর করে বলবেন শক্তিশালী বা দুর্বল দল। আর কাগজে কলমের কথা যদি বলেন, সেটা ভিন্ন ব্যাপার। আমি ওটাতে বিশ্বাসীও না, কথাও বলতে চাই না।'


এবারের ঢাকা লিগে কোনো দলকেই দুর্বল প্রতিপক্ষ বলতে চান না রাজ্জাক। এই ভিজ্ঞ স্পিনারের ক্রিকেট দর্শন বলছে, ক্রিকেটে কখনই কোনো প্রতিপক্ষকে ছোটো করে দেখতে নেই। কারণ মুহূর্তেই অনেক কিছু ঘটে যেতে পারে।



রাজ্জাক বলেন, 'এবারের প্রিমিয়ার লিগে আসলে কোনো দলকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে নেবার কোনো সুযোগই নেই। বিশেষ করে ক্রিকেটে কখনোই আপনি আপনার প্রতিপক্ষকে দুর্বল হিসেবে নিতে পারেন না কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে যেই কোনো কিছু ঘটতে পারে। এবং এটা শুধু মুখে বলার জন্য কিছু না, এটা আসলেই ঘটে, অতীতেও দেখা গেছে এমন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball