promotional_ad

১২৭-এ থামলেন মুশফিক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


পর্দা উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। উদ্বোধনী দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বর্তম???ন চ্যাম্পিয়ন। 


মুশফিকের সেঞ্চুরিঃ


৬৭ রানে ৫ উইকেট হারালেও মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রানের পুঁজি এনে দেন মুশফিকুর রহিম। তুলে নেন হাফ সেঞ্চুরিও। মাইলফলকে পৌঁছে থেমে যাননি আবাহনী অধিনায়ক। পারটেক্সের বোলারদের দেখে শুনে খেলে ১১১তম বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান।


৮ চার এবং ৩ ছক্কার সাহায্যে সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে ব্যক্তিগত ১২৭ রানে থামেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১১টি চার এবং ৬টি ছক্কা হাঁকান তিনি। মুশফিকের বিদায়ের আগে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোসাদ্দেক। ৫৭ রানে ব্যাটিং করছেন তিনি।



promotional_ad

মিডল অর্ডারে ধ্বসঃ 


দুই ওপেনার ফিরে গেলেও অধিনায়ক মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত মিলে হাল ধরার চেষ্টা করেছেন আবাহনীর। কিন্তু দলীয় ২৭ রানে জয়নাল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন শান্ত। ১৫ রান আসে তার ব্যাট থেকে। খানিক পর শাহবাজ চৌহানের বলে বিদায় নেন আমিনুল ইসলাম বিপ্লব। 


১৪ রান করে ডানহাতি এই ব্যাটসম্যান বিদায় নেয়ার আরেকটু পর আফিফ হোসেনকেও সাজঘরে পাঠায় পারটেক্স। ৩ রান করে অধিনায়ক তাসামুল হকের বলে উইকেট ছুঁড়ে দেন তিনি। ৫ উইকেট হারালেও অধিনায়ক মুশফিকুর রহিম ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন।


ব্যর্থ দুই ওপেনারঃ


জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত ফর্মে থাকলেও ডিপিএলের প্রথম ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি লিটন দাস। স্কোরবোর্ডে শুরুতে ৬ রান যোগ করলেও তা এসেছে লেগ বাই এবং ওয়াইডে। প্রথম ওভারের শেষ বলে রনি হোসেনের বলে বোল্ড হন লিটন। 



খাতা খোলার আগেই ফিরে যান তিনি। এরপরের ওভারের প্রথম বলেই জয়নাল ইসলামের বলে উইকেটরক্ষক ধিমান ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম শেখ। প্রথম বলেই বিদায় নেন এই ওপেনারও।


সংক্ষিপ্ত স্কোরঃ 


আবাহনীঃ ২২৮/৬ (৪৫ ওভার) (মোসাদ্দেক ৫৭*) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball