বিসিসিআইয়ের দেখানো পথে হাঁটলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাবে স্থবির হয়ে পড়ছে বিশ্বের ক্রীড়াঙ্গন। একের পর এক বাতিল হচ্ছে সিরিজ, পিছিয়ে যাচ্ছে টুর্নামেন্টে শুরুর সময়, কমে আসছে ব্যাপ্তিকাল। গেল শনিবার (১৪ মার্চ) করোনাভাইরাসের প্রভাবে দেশের সকল প্রকার ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবিবার (১৫ মার্চ) একই পথ ধরলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সোমবার (১৬ মার্চ) থেকে অন্তত ১ মাসের জন্য দেশটির সকল ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বোর্ডটির মিডিয়া এডভাইজরি কমিটি (এমএসি)।
ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট বন্ধের সিদ্ধান্তে যেসব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত হয়েছে সেগুলো হল- চ্যাম্পিয়নশিপের শেষ দুই রাউন্ড যা শুরুর কথা ছিল ২৬ মার্চ থেকে, নারী সুপার ৫০ ওভার কাপ, আঞ্চলিক অনূর্ধ্ব-১৫ বালক চ্যাম্পিয়নশিপ এবং আঞ্চলিক অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। সেই সঙ্গে পিছিয়ে গেছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ডের দুইটি গুরুত্বপূর্ণ সভা।

এমএসি চেয়ারম্যান ডাক্তার ডোনোভান বেনেট বলেন,‘আমরা চিকিৎসার দিক থেকে সেরাটা দিয়েই চিন্তা করছি। একইসঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতাও মাথায় রাখতে হচ্ছে। দর্শক, ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের জন্য ক্ষুদ্র জনসমাগমও ঝুঁকিপূর্ণ কারণ হতে পারে। কেননা এখনও মহামারীটা শক্তি সঞ্চার করে যাচ্ছে। আমরা পুরো ওয়েস্ট ইন্ডিজ জুড়েই পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাব।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান মেডিকেল অফিসার ডাক্তার ইসরায়েল দৌলত জানান, 'খেলোয়াড়, অফিসিয়াল ও স্টাফদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের জন্য প্রধান লক্ষ্যণীয় বিষয় এবং সেই জন্য আমরা বোর্ড পরিচালকদের পরামর্শ দিয়েছি যাতে করে তাঁরা দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেয়।'
এর আগে করোনা ভাইরাসের প্রভাবে ভারতের সকল ধরণের ঘরোয়া ক্রিকেট বন্ধের ঘোষণা দেয় দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। সেই সঙ্গে পিছিয়ে দেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর সময়। বাতিল করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজটিও। আর একই কারণে ঝুলছে বাংলাদেশের পাকিস্তান সফরের তৃতীয় পর্বের ভাগ্য।