আইপিএলে কমে আসছে ম্যাচ সংখ্যা?
ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে করোনাভাইরাস। এর প্রকোপের কারণে দেড় সপ্তাহ পিছিয়ে দেয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। লম্বা একটি সময় খেলা না হওয়ার ফলে ম্যাচ সংখ্যা কমে আসতে পারে এবারের আইপিএলে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি মিডিয়াকে এমনটা ইঙ্গিত দিয়েছেন। যদিও এই ব্যাপারে এখনও তিনি কোনো নিশ্চয়তা দেননি।

গণমাধ্যমকে সৌরভ বলেন, 'ক্রিকেটারদের জন্য নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। সারাবিশ্ব এখন আতঙ্কিত। ভারত সরকার এই ব্যাপারে নানান পদক্ষেপ নিচ্ছে। আমাদের এটার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে হবে।
আমরা ঘরোয়া ক্রিকেটের সব ম্যাচ স্থগিত ঘোষণা করছি। আর আইপিএল ইতোমধ্যেই ১৫ দিন (১৭ দিন) পিছিয়ে গেছে। এখন এটা সংক্ষিপ্ত হতে পারে। কিছু ম্যাচ কমতে পারে। তবে এটা কতটুকু সংক্ষিপ্ত হবে বা কয়টি ম্যাচ কমবে সেটা আমি এখনই বলতে পারছি না।'
পূর্ব নির্ধারিত সূচিতে ২৯ মার্চ থেকে এবারের আইপিএল আসর শুরুর কথা ছিল। এবার সেটি ১৭ দিন পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৫ এপ্রিল। গত শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভা।
সেই সভা একদিন আগেই (শুক্রবার) অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়। সৌরভ ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। ভারতে এখন পর্যন্ত ৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।