করোনার কল্যাণে হাস্যরসের সাক্ষী সিডনি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে কয়েকটি বিরল এবং হাস্যকর ঘটনা দেখা গেছে। যার পেছনে বড় হাত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাসের। 


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ম্যাচটি 'ক্লোজ ডোর' করার সিদ্ধান্ত হয়। যেখানে দর্শকদের প্রবেশাধিকার সংরক্ষিত ছিল। কিন্তু ক্রিকেট মাঠে দর্শক যে শুধু নিজের দলকে উৎসাহই দেন না, বরং বাড়তি আরো কাজ করেন, সেটি যেন হারে হারে টের পেলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।


promotional_ad

গ্যালারিতে কোনো দর্শক ছিল না। ছিল শুধু চেয়ারগুলো। অস্ট্রেলিয়া ইনিংস চলার সময় একবার দেখা গেল, বল ছক্কা হওয়ার পর সেই গ্যালারির চেয়ার থেকে সেটি কুড়িয়ে আনছেন কিউই ফিল্ডার লকি ফার্গুসন।


নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস চলার সময় তো ঘটলো আরও বিপত্তি। ইনিংসের ২৪তম ওভারের ঘটনা। স্টিভেন স্মিথের বলে জেমস নিশাম বড়সড় এক ছক্কা হাঁকান। বল একদম গ্যালারির চেয়ারের মধ্যে গিয়ে পড়ে।


সেই বল খুঁজতে খুঁজতে রীতিমত হয়রান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার। এত এত চেয়ারের মধ্যে তিনি কিছুতেই বলটি খুঁজে পাচ্ছিলেন না। তার সঙ্গে বল অনুসন্ধানে যোগ দেন রিজার্ভ বেঞ্চের আরেকজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়। শেষে এ চেয়ার ও চেয়ার খুঁজে একজন নিরাপত্তা কর্মী বের করেন বলটি।


আরও কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে সিডনিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি। ম্যাচে ধারাভাষ্যকার ছাড়াই টস করতে নামেন দুই অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং কেন উইলিয়ামসন।


ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনও চলে স্পাইডারক্যামের সাহায্যে। ১০০ মিটার দূর থেকে বিজয়ী অধিনায়ক ফিঞ্চের সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়েন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball