শঙ্কা কাটিয়ে ফিরলেন ফার্গুসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শঙ্কামুক্ত লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের এই পেসার করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হয়েছেন। এর ফলে আবারো মাঠে ফিরতে পারছেন তিনি।
সিডনিতে শুক্রবার (১৩ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭১ রানে হেরেছে নিউজিল্যান্ড। এই ম্যাচের পরই গলায় ব্যাথা অনুভব করছিলেন এই পেস তারকা।

ফলে তাঁকে দ্রুতই কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া ম্যাচের পরই তাঁকে সতীর্থদের থেকে আলাদা করে রাখা হয়েছিল। এরপরই তাঁর পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেখানেই নেগেটিভ প্রমাণিত হয়েছেন এই কিউই পেসার।
প্রথম ওয়ানডের পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দুই ওয়ানডে শনিবার স্থগিত করা হয়েছে। এর ফলে দ্রুতই দেশে ফিরে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
নিউ জিল্যান্ড দলের বেশিরভাগ খেলোয়াড়কে শনিবার সন্ধ্যায় সিডনি ছাড়বে। ফার্গুসন রোববার সকালে দেশে ফিরবেন বলে জানিয়েছে নিউজিল্যান্ড দলের একটি সূত্র।