তামিমের নজর ‘অফ দ্যা ফিল্ডে’
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাঠে নয়, মাঠের বাইরের কাজকর্মে বেশি মনোযোগ দিতে চান তামিম ইকবাল। বাংলাদেশ দলের নব্য ওয়ানডে অধিনায়ক দলটিকে আরও বেশি সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে চান।
শনিবার তামিম বলেন, 'অন দ্য ফিল্ড (মাঠে) অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। অফ দ্যা ফিল্ডে (মাঠের বাইরে) কিছু কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে যেটা হলো টিম কনসেপ্ট। প্রথম জিনিস করতে হবে আমরা এই জায়গায় কিভাবে উন্নতি করতে পারি।

আমি যদি চিন্তা করি কিভাবে আমি দলটাকে সামনে এগিয়ে নেব আমার মাথায় প্রথম আসে অফ দ্য ফিল্ডের বিষয়গুলো সবার আগে ঠিক করতে হবে।'
বাংলাদেশ দলে এখন কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না উল্লেখ করে তামিম আরও জানান, অফ দ্যা ফিল্ডে উন্নতি করলে দ্রুতই সাফল্য পেতে পারে দল।
তামিম আরও বলেন, 'আমরা ওই জায়গায় যদি সব কাজ ঠিক করি আপনি সাথে সাথে এর ফলাফল দেখতে পারবেন। আমরা যদি শৃঙ্খল হই। কঠোর পরিশ্রম করি তাহলে। আমরা যে ভুলগুলো করছি অনুশীলনে এগুলো যত কম করতে পারি।
একটা কথা আছে, কষ্টের ফল কোনো এক সময় পাওয়া যায়। এমন না যে পরবর্তী ম্যাচেই পাবেন। আমরা আরও ভালো কীভাবে করতে পারি। আমাদের দলে এখন কোনো বড় সমস্যা বা বিশৃঙ্খলা হয় না। আমি মনে করি আমরা বিশ্ব ক্রিকেটের অন্যতম শৃঙ্খল দল। আমরা আরও ভালো হতে পারি। ওই জিনিসগুলো যদি আগে ঠিক করতে পারি।'