সবাইকে ধৈর্য ধরতে বললেন তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা বিদায় নিয়েছেন। তাঁর উত্তরসূরি হিসেবে তামিম ইকবালকে দায়িত্ব দেয়া হয়েছে। অধিনায়কত্ব পাওয়ার পর শনিবার (১৪ মার্চ) প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি।
ভক্ত সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের এই অভিজ্ঞ ওপেনার। অধিনায়কত্বের সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তিগত পারফরম্যান্স ধরে রাখতে কিছুটা সময় চাইছেন তিনি।

তামিম বলেছেন, 'আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাকে কিছুটা সময় নিতে হবে। আপনাদেরও একটু ধৈর্য ধরতে হবে। আমাদের যে দর্শকরা আছে তাঁদের ধৈর্য ধরতে হবে। দলের জন্য যা যা করা দরকার আমি সেটার চেষ্টা করবো।'
কয়েক ম্যাচ দেখেই অধিনায়কত্ব বিচার না করার অনুরোধ করেছেন তিনি। তামিম মনে করেন অধিনায়কত্ব পেয়েই মাশরাফির পর্যায়ে চলে যাওয়া কঠিন। সরাসরি মাশরাফির পর্যায়ে যেতে পারলে ভালো। এমনটা না হলে তাঁকে কিছুটা সময় দিতে হবে বলে মনে করেন তামিম।
এ প্রসঙ্গে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'আমি ক্যাপ্টেন্সি এমন একজন ব্যক্তির কাছ থেকে নিচ্ছি এটা অনেক কঠিন উনার লেভেলে সরাসরি চলে যাওয়া। আমিও এটা খুব ভালো ভাবে জানি উনি এতো বছর ধরে ক্যাপ্টেন্সি করেছেন। উনার অধীনে আমরা খেলেছি। অনেক কিছু অর্জন করেছি। যদি সোজা উনার লেভেলে চলে যেতে পারি তাহলে ভালো, আর যদি না পারি আমাকে কিছু সময় দিতে হবে।'