মাশরাফির ছায়ায় থাকবেন তামিম
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের অধিনায়ক হতে হলে মাঠ থেকে মাঠের বাইরের সিদ্ধান্তে বেশিমাত্রায় পরিপক্ব হতে হয় কোনো ক্রিকেটারকে। এছাড়া তরুণ ক্রিকেটারদের নিয়মিত সঠিক পথ দেখানো এবং উন্নতির পথে ধরে রাখাও সেই অধিনায়কের দায়িত্বের মধ্যে পড়ে। এসব দিক বিবেচনায় এদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিশেবেই বিবেচিত হবেন মাশরাফি বিন মুর্তজা। নব্য ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, বিপদে পড়লে মাশরাফির কাছেই সবার আগে যেতে চান তিনি।
শনিবার তামিম বলেন, 'মাশরাফি ভাই যেভাবে করেছেন সেটা আসলেই কঠিন। আমি আশা করি আমি সব ইতিবাচক বিষয়গুলো নিতে পারব। যদি কোনো সময় বিপদে পরি, সবার আগে আমি তাঁর সঙ্গে যোগাযোগ করব, পরামর্শ নেবো।

একদিক থেকে আমি খুবই ভাগ্যবান। ওনার সাথে যেহেতু আমার খুব ভালো সম্পর্ক। আমি ওনার কাছ থেকে অনেক কিছু দেখেছি। একসাথে অনেক জায়গায় খেলা হয়েছে। তো একটু হলেও উনি কী চিন্তা করে সেটা আমি জানি। আমি চেষ্টা করব আমি যতটুকু নিতে পারি।'
টিম স্পিরিটে বিশ্বাস ছিল মাশরাফির। দলের মধ্যে আত্মবিশ্বাসের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিতে পারতেন তিনি। মাঠের বাইরে দলের ক্রিকেটাররা কতটুকু শৃঙ্খল, সেই ব্যাপারে পুরোপুরি নজরদারি ছিল মাশরাফির। তামিমও হাঁটতে চান একইপথে।
তিনি আরও বলেন, 'এখন যারা তরুণ ক্রিকেটাররা আছে, ক্রিকেটের প্রতি তাদের খুবই ইতিবাচক চিন্তা। তাঁরা ভালো করতে চায়। আমি নিশ্চিত, ওদের যেরকম উন্নতির দরকার আছে চিন্তায়, আমারও দরকার আছে। যত তাড়াতাড়ি আমরা এগুলো ভালো দিকে নিয়ে যেতে পারি, এটা ততোই আমদের পারফরম্যান্সে দেখা যাবে।
আমরা দল হিশেবে কীভাবে খেলতে পারি। আমি অন্য কারো জন্য কীভাবে আরও অবদান রাখতে পারি যে আমার সাহায্য নিয়েব ও আরও ভালো খেলতে পারে। অথবা ওর সাহায্য নিয়ে আমি কীভাবে ভালো খেলতে পারি। এসব জিনিস নিয়ে আমি কাজ করতে চাই। এটাই শুরু। এটা আমরা এক ধাপ এক ধাপ করে ভালো করতে চাই।'