পিসিবির কোর্টে বল ঠেলে দিলো বিসিবি
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাস আতঙ্কে একের পর এক সিরিজ বাতিল করছে দলগুলো। এই কঠিন পরিস্থিতিতে তৃতীয় দফায় বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই সফরের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মতামতকেই প্রাধান্য দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী মিডিয়াকে বলেন, "পাকিস্তান এই সিরিজের আয়োজক। এই সিদ্ধান্ত ওদের। তারাই এই ব্যাপারে বলবে। আমরা দেখি পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যেই আপনারা জেনেছেন যে, তাদের যে ঘরোয়া আসর হচ্ছে সেখান থেকে ৯-১০ জন ক্রিকেটার চলে গেছে।

আমরা সফরকারী দল হিশেবে তাদের সিদ্ধান্তের অপেক্ষা করছি। বিশ্বের ট্রাভেল অ্যাডভাইজরি কিন্তু এক এক দিন এক একটা আসছে। আমরা এটা নিয়ে চিন্তিত। আমরা আশাবাদী যে পিসিবি খুব দ্রুত এই ব্যাপারে তাদের অবস্থান এবং সিদ্ধান্ত জানাবে।"
এর আগে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, বাংলাদেশের সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এরই মধ্যে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিনের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁর।
আগামী তিনদিনের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশাবাদী ওয়াসিম। সিরিজটি আয়োজনের জন্য এখনও আশাবাদী পাকিস্তান। তাই তারা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী।
বাংলাদেশ এরই মধ্যে দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে। দুই দফায় পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলে বাংলাদেশ। তৃতীয় দফায় ১ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের।