করোনা আতঙ্কে ডিপিএলে বাড়তি সতর্কতা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর শুরু হচ্ছে রবিবার (১৫ মার্চ)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এবারের আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ।
করোনাভাইরাসের সংক্রামণের কারণে এবারের ঢাকা লিগে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, খেলা শেষে খেলোয়াড়দের হাত মেলানোর যে বিধান আছে সেটা সীমিত করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

সেই সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিসিবির মেডিক্যাল টিম। কোনো খেলোয়াড় বা অন্য কারো এ রকম লক্ষ্মণ দেখা দিলে বিসিবির মেডিক্যাল টিমের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজামউদ্দিন বলেছেন, 'এই করোনাভাইরাস উপলক্ষে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করছে বা যেসব মেডিক্যাল নির্দেশনা দিচ্ছে, আমরা ওগুলোতে একাত্মতা প্রকাশ করছি। কোনো খেলোয়াড় বা কারো যদি ওরকম লক্ষ্মণ দেখা দেয় তাহলে বিসিবির মেডিক্যাল টিম পরীক্ষা করাবে। হ্যান্ডশেকের যে প্রচলিত বিধান সেটা কীভাবে মিনিমাইজ করা যায় সেটা আমরা দেখছি।'
সব মাঠে বিসিবির মেডিক্যাল টিম না থাকলেও ম্যাচ ম্যানেজারের সঙ্গে যোগাযোগের পরামর্শ নিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। যেহেতু এটা লিস্ট 'এ' মর্যাদার টুর্নামেন্ট তাই তাই আইসিসির মেডিক্যাল প্রটোকল অনুসরণ করছে বিসিবি।
নিউজামউদ্দিন বলেছেন, 'আমি বলছি না মেডিক্যাল টিম কাজ করবে। কারো যদি এরকম লক্ষ্মণ দেখা দেয় তাহলে যেন জরুরী ভিত্তিতে আমাদের মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করে। আমাদের প্রত্যেকটা মাঠেই ম্যানেজার আছেন, যারা আমাদের সঙ্গে সারাক্ষণই যোগাযোগ রাখেন বিভিন্ন বিষয় নিয়ে। এ ছাড়া স্ট্যান্ডার্ড মেডিক্যাল প্রটোকল তো ফলো করতেই হবে। এটা যেহেতু লিস্ট এ কম্পিটিশন।'