promotional_ad

করোনাভাইরাস আতঙ্কে আরও একটি সিরিজ বাতিল

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাতিল করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজে ইতোমধ্যেই একটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৭১ রানে জিতেছে অস্ট্রেলিয়া।


করোনাভাইরাস আতঙ্কের কারণেই মূলত সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দর্শকবিহীন গ্যালারিতে, রুদ্ধদ্বার স্টেডিয়ামে।
 
এর আগে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজও বাতিল করে এই দুই দেশের ক্রিকেট বোর্ড। শুক্রবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানায়, সিরিজটির পরবর্তী সূচি তারা পরে জানিয়ে দেবে।



promotional_ad

ধর্মশালায় ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।


যদিও করোনাভাইরাসের প্রকোপের কারণে একদিন পরেই সিরিজটি বাতিল করে সংশ্লিষ্টরা। এর ফলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 


করোনাভাইরাসের কারণে বিসিসিআই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর ১৭ দিন পিছিয়ে দিয়েছে। শুক্রবারই এই সিদ্ধান্তের কথা জানায় ভারতের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।



তারও আগে করোনাভাইরাসের প্রকোপের কারণে শ্রীলঙ্কা সফর বাতিল করে ইংল্যান্ড। একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও, সেই ম্যাচ শেষ না করেই দেশে ফেরার বিমান ধরে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball