এবার কোয়ারেন্টাইনে লকি ফার্গুসন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা ভাইরাস আতঙ্কের মাঝেই অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। মরণঘাতী এই ভাইরাসের কারণে দর্শকশুন্য গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে প্রথম ওয়ানডে। তবে এরপরেও আতঙ্ক থামছে না।


জানা গেছে ম্যাচ শেষে গলায় ব্যাথা অনুভব করছিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। ফলে তাঁকে দ্রুত কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। কারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষ্মণ গলা ব্যাথা।


promotional_ad

অবশ্য ফার্গুসন আদৌ করোনায় আক্রান্ত কিনা সেটি জানা যাবে পরিক্ষার রিপোর্ট পাওয়ার পর। শেষ পর্যন্ত পজিটিভ প্রমাণিত হলে তাঁর সঙ্গে খেলা বাকি ক্রিকেটারদেরকেও পাঠানো হবে কোয়ারেন্টাইনে বলে জানা গেছে। 


এর আগে গলা ব্যাথার কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা এই পেসারকে পাঠানো হয়েছিল কোয়ারেইন্টাইনে। তবে পরীক্ষায় করোনা ধরা না পরায় দলের সঙ্গে পুনরায় যোগ দেন তিনি। 


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭১ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাটিং করে ৭ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এরপর খেলতে নেমে ১৮৭ রানে অলআউট হয় কিউইরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball