পিএসএল ফাইনালেও করোনার ছোবল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পুরো বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাস আতঙ্ক। যার ফলে পরিবর্তন করা হচ্ছে আর্ন্তজাতিক ক্রিকেট টুর্নামেন্ট সহ ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দেখা গেল একই চিত্র।
করোনা আতঙ্কের কারণে নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে না পিসিএলের ফাইনাল ম্যাচটি। এবারের পিএসএলে ২০২০ আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২২ মার্চ। কিন্তু করোনাভাইরাসের জন্য এগিয়ে আনা হয়েছে ম্যাচটি।

ফলস্বরুপ ১৮ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলানো হবে পিএসএল ফাইনাল ম্যাচটি। ফলে চার দিন আগেই শেষ করা হচ্ছে পিএসএল ২০২০ এর আসর।
পিএসএলের কোয়লিফারার রাউন্ডেও আনা হয়েছে পরিবর্তন সেখানে শীর্ষ দুই দল থেকে বেছে নেয়া হবে একটি দলকে এবং ৩য় ও ৪র্থ নম্বরে থাকা দলের মধ্যে থেকে নেওয়া হবে অপর ফাইনালিস্টকে।
সেমিফাইনাল দুটি ১৭ মার্চ একই দিনে অনুষ্ঠিত হবে লাহোরে। পিএসএলে এবারের আসরে সেমিফাইনাল এবং ফাইনালের আগেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে এবং ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় টুর্নামেন্ট ছেড়েছেন বিদেশী ক্রিকেটাররা। অপরদিকে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়া প্রতিরোধে ম্যাচগুলোতে কোনো দর্শক না রাখারও সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।