promotional_ad

ধারাবাহিকতাই বড় চ্যালেঞ্জঃ মুশফিক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট-বলের দারুণ দাপট দেখিয়ে তিন ফরম্যাটেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন দুর্দান্ত পারফরম্যান্স পরবর্তী সিরিজগুলোতে কাজে লাগবে বলে মনে করেন মুশফিকুর রহিম।


জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের এই ধারা ধরে রাখার তাগিদ অনুভব করছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। কদিন পড়েই তৃতীয় দফা পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। যদিও সফরটি নিয়ে শঙ্কা রয়েছে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। সেখানেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য মুশফিকের।


promotional_ad

এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আমাদের পরবর্তী চ্যালেঞ্জ পাকিস্তান সফর, তারপর আয়ারল্যান্ড। তাছাড়াও এ মাসের ১৫ তারিখ থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে। আমাদের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। তার প্রতিফলন আমরা মাঠে পেয়েছি। তো এটা যেন আমরা ধরে রাখতে পারি সেটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। ইনশাআল্লাহ সেটার চেষ্টা থাকবে।’


২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলে নিজের জায়গা ধরে রাখতে চান মুশফিক। আপাতত এই বিশ্ব আসর নিয়ে ভাবছেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এ বিষয়ে চিন্তার ভার টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফদের উপর ছেড়ে দিয়েছেন তিনি।


মুশফিকের ভাষ্য, ‘২০২৩ সালের বিশ্বকাপের এখনো অনেক দেরি। সেই বিষয়ে কোচিং স্টাফ আছে, টিম ম্যানেজমেন্ট আছে  তাঁরা পরিকল্পনা করছে। আমি চেষ্টা করছি সেই অনুযায়ী কাজ করে বিশ্বকাপ দলের একজন সদস্য হতে।’


ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। সেই তুলনায় টি-টোয়েন্টিতে নিজেদের প্রমাণ করতে পারেনি টাইগাররা। মুশফিক মনে করেন জিম্বাবুয়ে সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই ফরম্যাটেও শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বাংলাদেশ।


তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে ধারাবাহিকতা ধরে রাখা খুবই কষ্টকর। আমাদের এই চ্যালেঞ্জগুলো নিতে হবে। সামনে অনেক কঠিন সফর আছে যেগুলো আমাদের ডিসাইড করে দেবে আমরা কোন ডিরেকশনে যাচ্ছি। এই চ্যালেঞ্জগুলো আমাদের মাথায় রাখতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball