আবাহনী ২-৩ নম্বর হওয়ার জন্য দল গড়ে নাঃ মুশফিক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এবারও তারা শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে। এবারের আসরে দলটির অধিনায়কত্ব করবেন মুশফিকুর রহিম।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান জানিয়েছেন, আবাহনী সব সময়ই শিরোপা জয়ের লক্ষ্যে দল গড়ে। তারা কখনোও ২-৩ নম্বর হওয়ার জন্য দল করে না।

এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, 'আমি অনেক জায়গা থেকেই শুনেছি এবারের ডিপিএলের ৬-৭টা টিম খুব ব্যালেন্সড টিম। বলতে পারবেন না কোন একটা বা দুইটা টিম যাবে। শীর্ষ ছয়ে কোন দলগুলো যাবে এটা বলা কঠিন। আবাহনী কখনও দল করে না দুই নম্বর বা তিন নম্বর হওয়ার জন্য।'
বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ তারকা ক্রিকেটারই এবার খেলবেন আবাহনীতে। মুশফিক ছাড়াও লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখকে দলে ভিড়িয়েছে আবাহনী।
দলটিতে আগের আসরে খেলেছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া যুব বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিবও খেলবেন দলটিতে।
আসন্ন আসরে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে মুশফিক বলেছেন, 'সবসময় চ্যাম্পিয়নশিপের জন্য টিম করে। এবারও ব্যক্তিক্রম হয়নি। চেষ্টা থাকবে প্রথম টপ সিক্সে ঢোকার। এরপর যেন চ্যাম্পিয়নশিপের জন্য ট্রাই করি।'