পিছিয়ে গেল আইপিএল

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে করোনাভাইরাস। এর প্রকোপের কারণে দেড় সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর।
পূর্ব নির্ধারিত সূচিতে ২৯ মার্চ থেকে এবারের আসর শুরুর কথা ছিলো। এবার সেটি ১৭ দিন পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৫ এপ্রিল। শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভা।

ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, সেই সভা একদিন আগেই অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহ।
তাদের বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করে আইপিএলের এবারের আসর ১৭ দিন পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সিদ্ধান্ত জানিয়ে অংশগ্রহণকারী ৮টি দলকেই চিঠি দেয়া হয়েছে শুক্রবার। যদিও আইপিএলের ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে আয়োজন করা হবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।