সিডনিতেও করোনা পাঁচালী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রতিটি ক্রিকেট ম্যাচের আগেই হাত মিলিয়ে একে অপরকে শুভকামনা জানান দুই দলের অধিনায়ক। করোনা ভাইরাসের কারণে এবার ব্যতিক্রম দেখা গেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডেতে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামে অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচের আগে হাত মেলাননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন এবং অজি দলপতি অ্যারন ফিঞ্চ।

হাত মেলানোর পরিবর্তে কনুই দিয়ে সৌহার্দ্য প্রকাশ করেছেন তাঁরা!। অবশ্য এটি অনেকটা মজার ছলেই করেন ফিঞ্চ ও উইলিয়ামসন। পরবর্তীতে টসের পর নিয়ম অনুযায়ী ঠিকই হাত মেলান দুই দলপতি।
হাত না মেলানোটা মজার ছলে করলেও পারতপক্ষে করোনা ভাইরাস আতঙ্ক যে বিশ্বব্যাপী কতটা প্রকট ধারণ করেছে সেটিই যেন বুঝিয়ে দিয়েছেন ফিঞ্চ এবং উইলিয়ামসন। এরই মধ্যে মরণঘাতী এই ভাইরাসে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ডানহাতি পেসার কেন রিচার্ডসনও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা রিচার্ডসন বর্তমানে গলা ব্যাথায় ভুগছেন। যা করোনা ভাইরাসের অন্যতম লক্ষ্মণ। এরই মধ্যে তাঁকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।