দর্শকশূন্য মাঠে পিএসএল, অনিশ্চয়তায় বাংলাদেশের সফর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সারা বিশ্বে মহামারি হয়ে ছরিয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাএর সংক্রামণ এড়াতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচিতে অনুষ্ঠিত ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে একথা জানিয়েছে তারা। সেই সঙ্গে ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতে নিষেধ করে দেয়া হয়েছে।

পিসিবির এমন সিদ্ধান্তের ফলে শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরও। আগামী মাসে এই করাচিতেই একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের।
করোনাভাইরাসের বিস্তারের কারণে আগে থেকেই বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর ছিল দোলাচলে। এবার পিসিবি সিদ্ধান্ত সফরটি নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
করোনাভাইরাসের কারণে করাচির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল মাঠে গড়ানোর কথা পাকিস্তান-বাংলাদেশের একমাত্র ওয়ানডে। ৫ এরপি; অনুষ্ঠিত হওয়ার কথা টেস্ট ম্যাচটি।