মুশফিকের দায়িত্বশীলতা অনুপ্রাণিত করবে সবাইকেঃ সুজন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগের গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। চ্যাম্পিয়ন দলটির অনেকেই এবার নেই। যদিও এটা নিয়ে চিন্তিত নন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। মুশফিকুর রহিম এবার দলটির সঙ্গে যুক্ত হয়েছেন।
বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যানের দায়িত্বশীলতা দলের অন্য ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস সুজনের। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হয়েছে বুধবার। বৃহস্পতিবারই মুশফিক ঢাকা লিগকে সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছেন। এই বিষয়টিই অবাক করেছে সুজনকে।

এ প্রসঙ্গে আবাহনী কোচ বলেছেন, 'মুশফিক আসাতে আমরা অনেক আনন্দিত। মুশফিকের মতো একজন লোক পাওয়া যে সামনে থেকে নেতৃত্ব দেবে। আমি মনে করি ওর দায়িত্বশীলতা সবাইকে অনুপ্রাণিত করবে। সে যে অধিনায়ক, এটাও গুরুত্বপূর্ণ। যেমন কাল রাতে ম্যাচ খেলল। আজ সকালে অনুশীলনে আসা, এটা ওর সিনসিয়ারিটিও বোঝায়। বা তাঁর ডেডিকেশন কতটুকু আছে। ব্যক্তিগত পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ। দল হিশেবে খেলাও তেমন গুরুত্বপূর্ণ।'
ঢাকা লিগে আবাহনীর মাঠের লড়াই শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে। এরই মধ্যে নিজেদের গুছিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস সুজন। দলীয় পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হলেও ব্যক্তিগত পারফরম্যান্স এই আসরে অনেক ভূমিকা রাখবে বলে মনে করেন আবাহনী কোচ।
সুজন বলেন, 'অল্প সময়ের মধ্যে আমরা অনুশীলন শুরু করলাম। ১৫ তারিখ খেলব। সবাই সবাইকে চিনে। লাস্ট ইয়ারে মাত্র তিন- চারটা প্লেয়ার খেলেছে। যারা ছিল, তাঁরা কিন্তুই এবার নাই। অনেক চেঞ্জ দলে। জেম হতে একটু সময় লাগে। তারপরেও এখানে ইন্ডিভিজুয়েল পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ।'