শীর্ষে মুস্তাফিজ
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার পুরো সিরিজে নিয়েছেন পাঁচটি উইকেট।
৭.১২ ইকোনমি রেট এবং ১১.৪০ গড়ে উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সেরা বোলিং ফিগার ৩২ রান খরচায় তিন উইকেট।

সিরিজে মাত্র একটি ম্যাচ খেলা আমিনুল ইসলাম বিপ্লব নিয়েছেন তিন উইকেট। প্রথম ম্যাচে ৩৪ রান খরচায় উইকেটগুলো নিয়েছেন তিনি।
আফিফ হোসেন, আল আমিন হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন আছেন যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে। তিনজনই নিয়েছেন দুটি করে উইকেট।
এই তিনজনের মধ্যে আল আমিন খেলেছেন একটি ম্যাচ। বাকি দুজনই খেলেছেন দুটি করে ম্যাচ।
পুরো টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বোলাররা মিলে বাংলাদেশের চারটি উইকেট নিতে পেরেছে। এর মধ্যে ক্রিস এমপফু নিয়েছেন দুটি উইকেট।