টানা দুই সিরিজে লিটনের বাজিমাত

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে শেষ পাঁচ ইনিংসে করেছেন ৪৮৩ রান।
এরমধ্যে ওয়ানডে সিরিজে লিটনের রান ছিল তিন ইনিংসে ১৫৫.৫০ গড়ে ৩১১ রান। দুটি টি-টোয়েন্টিতে লিটনের রান ১১৯, গড়ও একই। দুই ম্যাচেই লিটন হাফ সেঞ্চুরি করেন।

টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকার। দুই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করা সৌম্য করেছেন ৮২ রান। এরমধ্যে দুই ম্যাচেই নটআউট ছিলেন এই অলরাউন্ডার।
তালিকার তিনে আছেন ব্রেন্ডন টেলর। দুই ম্যাচে তাঁর সংগ্রহ ৬০ রান। এরমধ্যে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেই ৫৯* রানের ইনিংস খেলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান টেলর।
চার নম্বরে আছেন তামিম ইকবাল। এই সিরিজে একটি ম্যাচ খেলে ৪১ রান করেছেন তিনি। পাঁচ নম্বরে আছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান তিনাশে কামুহুকামওয়ে। দুই ম্যাচে তাঁর সংগ্রহ ৩৮ রান।