এই জয়কে খাটো করে দেখার সুযোগ নেইঃ মাহমুদউল্লাহ
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটে একটানা খারাপ সময় কাটানোর পর খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সব সংস্করণে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়কে খাটো করে দেখার সুযোগ নেই, সাফ জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টির অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে বলেন, 'ক্রিকেটে উত্থান পতন থাকবে। আপনি কখনো ভালো খেলবেন, কখনো খারাপ খেলবেন। জিম্বাবুয়ের সঙ্গে খুব দাপট দেখিয়ে জিতেছি বলে আমাদের জয়টাকে খাটো করে দেখার সুযোগ নেই।

ছোটো দল বড় দল এগুলো কোনো কথা না। বিশেষ করে টি-টোয়েন্টিতে। এখানে যেকোনো দিনে যে কাউকে হারাতে পারে। ভালো ক্রিকেট খেলেছি, এটাই স্বস্তি।'
ইংল্যান্ড বিশ্বকাপের সময় থেকে দুর্দিনই বেশি দেখেছে এদেশের ক্রিকেট। মাঝে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনাল খেলা ছাড়া উল্লেখ করার মতো সাফল্য আনতে পারেনি বাংলাদেশ।
মাহমুদউল্লাহ আরও বলেন, 'এটা অনেক বড় সাফল্য। এর পেছনে আমাদের চিন্তা ধারা ছিল। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে প্রতিটা ম্যাচ নিয়েই চিন্তা করেছি। আমরা শুরুতেই চিন্তা করিনি যে আমরা ৩-০ তে সিরিজ জিতব বা ২-১ এ সিরিজ জিতব।
কোনো একটি নির্দিষ্ট ম্যাচ নিয়ে আমরা ভেবেছি, চিন্তা করেছি। ওইটা হলে পরবর্তীতে পরের ম্যাচ নিয়ে চিন্তা করেছি। আমাদের পরিকল্পনায় ছিল ম্যাচের পর ম্যাচ নিয়ে ভাবা। আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারব।'