এই জয়কে খাটো করে দেখার সুযোগ নেইঃ মাহমুদউল্লাহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটে একটানা খারাপ সময় কাটানোর পর খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সব সংস্করণে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়কে খাটো করে দেখার সুযোগ নেই, সাফ জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।


টি-টোয়েন্টির অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে বলেন, 'ক্রিকেটে উত্থান পতন থাকবে। আপনি কখনো ভালো খেলবেন, কখনো খারাপ খেলবেন। জিম্বাবুয়ের সঙ্গে খুব দাপট দেখিয়ে জিতেছি বলে আমাদের জয়টাকে খাটো করে দেখার সুযোগ নেই।


promotional_ad

ছোটো দল বড় দল এগুলো কোনো কথা না। বিশেষ করে টি-টোয়েন্টিতে। এখানে যেকোনো দিনে যে কাউকে হারাতে পারে। ভালো ক্রিকেট খেলেছি, এটাই স্বস্তি।'


ইংল্যান্ড বিশ্বকাপের সময় থেকে দুর্দিনই বেশি দেখেছে এদেশের ক্রিকেট। মাঝে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনাল খেলা ছাড়া উল্লেখ করার মতো সাফল্য আনতে পারেনি বাংলাদেশ।


মাহমুদউল্লাহ আরও বলেন, 'এটা অনেক বড় সাফল্য। এর পেছনে আমাদের চিন্তা ধারা ছিল। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে প্রতিটা ম্যাচ নিয়েই চিন্তা করেছি। আমরা শুরুতেই চিন্তা করিনি যে আমরা ৩-০ তে সিরিজ জিতব বা ২-১ এ সিরিজ জিতব।


কোনো একটি নির্দিষ্ট ম্যাচ নিয়ে আমরা ভেবেছি, চিন্তা করেছি। ওইটা হলে পরবর্তীতে পরের ম্যাচ নিয়ে চিন্তা করেছি। আমাদের পরিকল্পনায় ছিল ম্যাচের পর ম্যাচ নিয়ে ভাবা। আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারব।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball