বিশ্বাস ছিল লিটন বিশ্বমানেরঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
লিটন দাসের ব্যাটিং প্রতিভা নিয়ে কখনও সংশয় ছিল না। তবে তিনি ধারাবাহিক ভাবে লম্বা ইনিংস খেলতে পারছিলেন না। যদিও সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে নিজের খোলস থেকে বেড়িয়ে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।
২টি সেঞ্চুরি এবং ৩ হাফ সেঞ্চুরিতে ৪৮৩ রান করেছেন লিটন। এমন ব্যাটিং পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বাহবা পেয়েছেন তিনি। লিটনকে বিশ্বমানের ব্যাটসম্যান হিসেবে দাবি করছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, 'লিটনের ব্যাটিংঃ ওকে আমি যতদিন ধরে চিনি, আমার একটা বিশ্বাস ছিল যে সে বিশ্ব মানের ব্যাটসম্যান। এই সিরিজে সে রান করেছে। এমন না যে সে এখনই বিশ্ব মানের হয়ে গেছে। ওর ব্যাটিংয়ে যে সহজাত ব্যাপারটা আছে আমি খুব উপভোগ করি ও যখন ব্যাটিং করে।'
অনেকেই অনেক কষ্ট করে রান করেন। তবে লিটনের ব্যাটিং পর্যালোচনা করলে দেখা যায় বড় শট খেলার জন্য খুব কমই আগ্রাসী থাকেন তিনি। তবে সহজ শটে রান বের করতে জুড়ি নেই তাঁর। এই ব্যাপারটিই মুগ্ধ করেছে মাহমুদউল্লাহকে।
এ প্রসঙ্গে টি-টোয়েন্টি দলপতি বলেছেন, 'অনেকে অনেক কষ্ট করে রান করে কিন্তু সে অনেক শান্ত ভাবে ব্যাট করে। টেস্টে, টি-টোয়েন্টি, ওয়ানডেতেও সে খুব কমই চেষ্টা করেছে বড় শটের। সে গোছানো ইনিংস খেলেছে। আমি আশা করি এটা সে ধরে রাখবে।'