ক্ষুধার্ত লিটনে স্বস্তির খোরাক পাচ্ছেন মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পাঁচ ইনিংসে ৪৮৩ রান করেছেন লিটন।
তাঁর ব্যাটিংয়ের সামনে পাত্তাই পায়নি খর্বশক্তির জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করা লিটন, টি-টোয়েন্টিতেও তা অব্যাহত রাখেন।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, 'আমরা যেভাবে খেলেছি, সেটা দেখতে দারুণ লাগছে। বিশেষ করে লিটন দাস অসাধারণ খেলেছে। রানের প্রতি সে কতোটা ক্ষুধার্ত সেটা সে প্রমাণ করেছে।'
নয় উইকেটের বড় জয়ে দলের বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক। সাম্প্রতিক সময়ে জয়ের দেখা না পাওয়া বাংলাদেশ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল জিম্বাবুয়েকে তিন ফরম্যাটে হোয়াইটওয়াশ করে।
মাহমুদউল্লাহ বলেন, 'দলের বাকিদের কথাও বলতে হবে। অভিষেকে মাহমুদ দারুণ বোলিং করেছে। এছাড়া মেহেদী, আল আমিন, মুস্তাফিজুর- এরাও অসাধারণ বোলিং করেছে।
শেষ কয়েকটি সিরিজে আমরা ভালো খেলছিলাম না। এই সিরিজে ভালো করার জন্য আমরা মুখিয়ে ছিলাম। বিশ্বকাপ অনেক দূরে নয়। এর আগে সবাই পারফর্ম করছে, এটা ভাবতে ভালো লাগছে।'