করোনার প্রভাবে পাকিস্তান সফর নিয়েও শঙ্কা!

ছবি: ছবিঃ এএফপি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইতোমধ্যে পাকিস্তান সফরের দুই ধাপ শেষ হয়েছে। তৃতীয় এবং শেষ ধাপে একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ-পাকিস্তানের। করোনা ভাইরাসের আক্রমণের ফলে শেষ ধাপের সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
করোনা ভাইরাসের ব্যাপকতার কারণে পাকিস্তানে এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন শিগগিরই আলোচনায় বসে তারা সিদ্ধান্ত নেবেন পাকিস্তান সফর নিয়ে।

এ প্রসঙ্গে পাপন বলেছেন, 'দেখি। ওটা স্টেপ বাই স্টেপ। পাকিস্তান সিরিজ নিয়েও আমরা বসব। ওটা নিয়েও সিদ্ধান্ত নেব।'
বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ সিরিজ স্থগিত করেছে বিসিবি।
সেই সঙ্গে ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমানকে নিয়ে যে কনসার্টের আয়োজন করার কথা ছিল সেটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিবি। তারা জানিয়েছে, সুবিধাজনক সময়ে এগুলো আয়োজন করা হবে।