শেষ ম্যাচে বেঞ্চ শক্তি পরীক্ষা করবে বাংলাদেশ?

ছবি: ছবিঃ সংগৃহীত

।। ডেস্ক রিপোর্ট ।।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে বাংলাদেশ।
টেস্ট এবং ওয়ানডেতে সফররতদের হোয়াইটওয়াশ করে মাহমুদউল্লাহবাহিনীর চোখ এখন টি-টোয়েন্টি সিরিজের দিকে। সিরিজের ইতি টানার ম্যাচে স্বাগতিকদের সামনে সুযোগ এখন স্কোয়াডের গভীরতা পরখ করার।

অপরদিকে জিম্বাবুয়ের নজর সম্মানজনক একটি জয় দিয়ে সিরিজ শেষ করা। এই ম্যাচে জোড়া রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার জয় পেলে প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে ক্রিকেটের তিন ফরম্যাটেই সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
শুধু তাই নয়, প্রথমবারের মতো কোনো দলকে এক সিরিজে ক্রিকেটের তিন সংস্করণে হোয়াইটওয়াশ করার অনন্য এক কীর্তি গড়বে মাহমুদউল্লাহ অ্যান্ড কোং। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে দুই একটি পরিবর্তন।
ওপেনার তামিম ইকবালকে বিশ্রাম দেয়া হতে পারে। তাঁর পরিবর্তে লিটন দাসের সঙ্গী হিসেবে ইনিংস শুরু করতে পারেন নাইম শেখ। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে পেসার হাসান মাহমুদের।
আর টিম ম্যানেজমেন্ট যাচাই করে দেখতে পারেন স্পিনার নাসুম আহমেদকে। এদিকে শেষ ম্যাচে সাইড বেঞ্চে রাখা হতে পারে শফিউল ইসলামকে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম/হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।